মামুনুল হককে আদালতে তোলা হয়েছে  


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০১:৩১ পিএম
মামুনুল হককে আদালতে তোলা হয়েছে  

কুমিল্লার আদালতে তোলা হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে। 

রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চান্দিনা ৭ নং আমলি আদালত) ইরফানুল হক চৌধুরীর আদালতে তাকে হাজির করা হয়।

নিরাপত্তা জোরদারে আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আগামী ২৩ ডিসেম্বর চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন আদালত বলে জানান জেলা দায়রা জজের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর নূরুল ইসলাম।  

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, মাওলানা মামুনুল হককে আদালতে তুলেছেন পুলিশ। এরআগে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) তাকে আনা হয়েছে। 

Link copied!